পশ্চিমবঙ্গে হাজার বছরের ইতিহাস ,"কান্দি নামা " আক্ষরিক অর্থেই দশকর্মা
..অমল গুপ্ত:কান্দি : আমার নিজের জন্মভিটার উর্বর জমিতে এত সুস্বাদু সুরভিত ফুল জন্মাতে পারে তা ধারণার অতীত ছিল। আমার নিজের জমিতে যে এত সুভাস কৃষ্টি সংস্কৃতি র এমন বহুমুখী ধারা জানা ছিল না । নিজেকে জানার সোনালী অতীত কে জানার এমন সুবর্ন সুযোগ করে দিয়েছে হাজার বছরের ইতিহাস , গবেষনা ধর্মী লেখার সম্ভার নিয়ে পুজোর বাজারে এল 'কান্দি নামা' , ,,যা একদিন দেশে হাজার বছরের রেকর্ড গড়বে। ৪০ বছর ধরে এক উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের লাইব্রেরিয়ান হিসাবে কাজ বহুমুখী শিক্ষা ভান্ডার থেকে মনি মুক্ত আহরণ করে হাজার বছরের সোনালী অতীত খনন করে আক্ষরিক অর্থে পন্ডিত হয়ে উঠেছেন প্রণব আচার্য । দেশের উচ্চাঙ্গ সঙ্গীত ঘরানার উজ্জ্বল ব্যক্তি বাবা বিভূতি ভূষণ আচার্য্য র সু সন্তান শাস্ত্রীয সংগীত রবীন্দ্র সংগীত ছাড়াও এককভাবে হারামনিয়াম বাদনে দেশে ঝড় তুলেছেন। সেই হাতেই কান্দি মহকুমার হাজার বছরের ইতিহাস গবেষণাধর্মী লেখা উজ্জ্বল ব্যাক্তিদের সূলুক সন্ধান করে নিজের হাতে সাজিয়ে তুলেছেন ,"কান্দি নামা 'তে। ।প্রত্যন্ত অঞ্চলের অন্ধকার থেকে মনি মুক্ত তুলে এনেছেন।।কলকাতার লালমাটি প্রকাশনার অভিনব সংযোজন কান্দি নামা । প্রথম প্রচ্ছদ কান্দি মহকুমার বরোয়া ব্লকের যুগস্বরা শিব মন্দিরের টেরা কোটার
অলংকরণ , পিছন পাতা - কান্দি দোহালিয়া দক্ষিনা কালীবাড়ির শিব মন্দির। অলংকরণ-সৈয়দ সুশোভন রফি , আলোক চিত্র অভীক কুমার দাস।
কোন মন্তব্য নেই