Header Ads

অসমের মুসলিম সমাজ দেশ প্রেমিক নিজেরাই :আলকায়দার যোগ থাকা মাদ্রাসা ভেঙে দিচ্ছে : হিমন্ত

নয়া ঠাহর, কলকাতা: অসমের গোয়ালপাড়া জেলার এক সন্দেহজনক  মাদ্রাসা ভেঙে দেয় স্থানীয় মুসলিম সমাজ।সেই কথা স্মরণ  করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন অসমের মুসলিম রা   দেশ প্রেমিক। তাদের সঙ্গে আল কায়দা  বা জেহাদীর সঙ্গে কোনো  সম্পর্ক নেই।  বলেন অসমে কয়েকটি মাদ্রাসা গুঁড়িয়ে দেওয়া হয়েছে ,  তাদের সঙ্গে জেহাদী  আলকায়দার সম্পর্ক  আছে। সেই মাদ্রাসা র চরিত্র নষ্ট হয়ে গেছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.