Header Ads

কালো কস্টিক পাথরের ২৮ফুট উচ্চতা বিশিস্ট পূর্ণাবযব নেতাজির মূর্তি বসল দিল্লির ইন্ডিয়া গেটে

নয়া ঠাহর, কলকাতা:   দিল্লির ইন্ডিয়া গেটে  নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তির আবরণ উন্মোচন করবেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।প্রধানমন্ত্রীর  স্বপ্ন র  প্রকল্প  রাজপথের নাম হবে  কর্তব্য পথ ।সেখানে   নতুন সংসদ ভবন সেজে উঠছে।  ব্রিটিশ আমলের স্মৃতি নিয়ে নয় ভারতের প্রযুক্তি তে নির্মাণ করা হয়েছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.