Header Ads

অনুব্রত মন্ডল দুর্নীতি করে কোটি কোটি টাকা কমিয়েছে, মুখ্যমন্ত্রী বললেন গলায় মালা পড়িয়ে বীরের মর্য্যাদা দিন

নয়া ঠাহর:কলকাতা: তৃণমূল  নেতা অনুব্রত মন্ডলের নামে বেনামে  শতাধিক কোম্পানি , কয়লা গরু  পাচার করে কোটি কোটি টাকা কামিয়েছেন।তার জেলা বীরভূম সেখানে কোন ভোট হয় না।জোর করে ভোট আদায় করা হয়।সে এখন জেলে দলের বড় প্রয়োজন তাকে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের কর্মীদের তাই বলেছেন বীরের সম্মান দিয়ে তাকে ফিরিয়ে আনুন।  এদিকে সিআইডি র ভূমিকা নিয়ে রাজনীতি উত্তাল।সারদা মামলায় সুদীপ্ত সেন ও দেবযানী মুখার্জী কে জেলে আটকে রাখা হয়েছে। দেবযানীর মায়ের অভিযোগ সি আই ডি  মেয়েকে  চাপ দিয়ে বলিয়ে নিতে চাই  সিপিএম এবং বিজেপি র নেতার সামনে  শুভেন্দু  অধিকারী সারদা থেকে টাকা নিয়েছেন।আর  সুদীপ্ত কে দিয়ে ও বলিয়ে নিতে চাই শুভেন্দু অধিকারী সারদা থেকে ৬কোটি টাকা নিয়েছেন।  আর এক খবরে সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ। সরকার আদালতে হলফনামা দাখিল করে বলেছে কর্মচারীদের ডি এ বকেয়া নেই।সব দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.