ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলায় খবরের কাগজ "মধ্যবঙ্গ নিউজ" সাড়া জাগাতে পা ফেলছে
নয়া ঠাহর, কলকাতা: মুর্শিদাবাদ জেলার অগ্রণী ওয়েব পোর্টাল" "ইমাজিন" এবার " মধ্যবঙ্গ নিউজ" হিসাবে ছাপার অক্ষরে প্রকাশ পাবে। জেলার সুখ দুঃখের সাথী , মানুষের সাথে, মানুষের পাশে থাকার অঙ্গীকার করে এই কমিউনিটি মিডিয়া এত বছর পথ চলেছে। এবার নতুন রূপে, নতুন আঙ্গিকে প্রিন্ট মিডিয়া হিসাবে " মধ্য বঙ্গ নিউজ " আগামী ১৮ সেপ্টেম্বর বহরমপুর ঐতিহাসিক শহর থেকে আত্ম প্রকাশ করবে। আপাতত সাপ্তাহিক কিছুদিন পরেই দৈনিক রূপে জেলার সেবা করবে। এই মিডিয়া হাউসের কর্ণধার জানান মুর্শিদাবাদ জেলা পরিষদ ট্যুরিজম এন্ড কালচারাল হাব উন্মোচন সভার আয়োজন করা হয়েছে। এই মুহুর্তে সারা বিশ্বের জ্বলন্ত সমস্যা জলবায়ু পরিবর্তন, উষ্ণতা বৃদ্ধি, জল দূষণ, পরিবেশ প্রকৃতি ধংস সাধন যার প্রতিরোধে মানুষকে সচেতনতা ,সজাগ করতে মধ্য বঙ্গ নিউজ সবুজ সাংবাদিকতার পাঠ দান করবে।
কোন মন্তব্য নেই