Header Ads

হায়দারাবাদের এক সভায় উপস্থিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মাইক ছিনিয়ে নেওয়া হয়

নয়া ঠাহর,কলকাতা-অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শৰ্মা তেলেঙ্গানা র রাজধানী শহর  হায়দরাবাদের  এম জে রোডে  এক রাজনৈতিক সভায় ভাষণ দেবার সময়  বাধা পান।অজ্ঞাত পরিচযের এক ব্যক্তি তার কাছে এসে   মাইক স্ট্যান্ড  ছিনিয়ে নেন। নিরাপত্তা কর্মীরা হতচকিত হয়ে সেই ব্যক্তিকে সরিয়ে নেন। গ্রেফতার করা হয়েছে কিনা জানা যায় নি। সংবাদ সন্থা এ  ডি টি ভি  সূত্রে জানা গেছে। ওই ব্যক্তি  গোলাপি রঙের পোশাক পড়ে ছিল তার পরিচয় জানা যায় নি।মহারাষ্ট্রে গণেশ বিসর্জন উপলক্ষে এই  সভা ছিল বলে জানা গেছে। এম এল এ রাজা সিংয়ের ভাইপো এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে বলে সংবাদসূত্র এ এন আই জানিয়েছে। ওই ব্যক্তি  নিজের ধর্ম পাল্টিয়ে মুসলিম ধর্ম গ্রহন করেছেন বলে সাইবার ক্রাইম পুলিশ জানিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.