দ্বাদশ শ্রেণী পর্যন্ত বড়ো মাধ্যমে পড়ার অনুমতি প্রদান
নয়া ঠাহর,গুয়াহাটি: বড়ো মাধ্যম বিদ্যালয়ে ,দ্বাদশ শ্রেণী পর্যন্ত বড়ো মাধ্যমে পড়ার সুযোগ, ,বিটি আর এর সার্বিক কল্যানে ৫০০কোটি টাকা র গুড উইল প্যাকেজ। জেলা স্তরে পুলিশ আকাউন্টবিলিটি কমিশন গঠন করে পুলিশের কাজের জবাবদিহি, বিধানসভার ৪৮ টি পুরনো আইন বাতিল , কাজিরাঙা তে তিন দিন দল অফিসারদের চিন্তন বৈঠক ইত্যাদি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।কোকরাঝাড় আজ ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান। তিনি জানান রাজ্যে আরো এক লাখ নিযোগে র পক্রিয়া শুরু হয়েছে।পৌর এলাকার বাসিন্দাদের অতিরিক্ত কর দিতে হবে এমন কি রান্নাঘর ও বারান্দার উপরেও কর চাপবে। মার্গারিটা কয়লা খনি এলাকার জমি বন্টন নিয়েও বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে ৫০০ কিলোমিটার রাস্তা নির্মাণে ৫০০কোটি টাকা মঞ্জুরের ব্যবস্থা করা হয়েছে।
কোন মন্তব্য নেই