তৃণমূল রাজ্যে খুন জখমের ধারাবাহিকতা অব্যাহত সঙ্গে আর্থিক দুর্নীতিও
নয়া ঠাহর, কলকাতা: পশ্চিমবঙ্গে তৃণমূল রাজ্যে খুন জখম অব্যাহত, সঙ্গে আর্থিক কেলেঙ্কারি চলছেই। দুর্নীতির দাবা খেলায় সামান্য টাকা ব্যাংকে গচ্ছিত থাকা যুবকদের ব্যাংক আকাউন্ট আধার কার্ড ,প্যান কার্ড ইত্যাদি ব্যবহার করতে দিয়ে জালিয়াতিরা। তার পরিবর্তে মাসে ৩০,৪০ হাজার টাকা করে সেই যুবক দের নিয়মিত দেওয়া হচ্ছে বলে তদন্ত কারী সংস্থাগুলি জানিয়েছে। কলকাতার খিদিরপুর, মোমিনপুর, একবালপুর , মেটিয়াবুরুজ এলাকার ১৬২ ব্যাঙ্ক একাউন্ট এর খোঁজ পাওয়া গেছে।যাদের একাউন্ট অন্য দের ব্যবহার করতে দেওয়া হয়েছিল বলে ইডি জানিয়েছে। সেই প্রতারণার কোটি কোটি টাকা গার্ডেনরিচে পাওয়া গেছে।এদিকে মুক্তি পন আদায়ের নামে হত্যা পর্ব চলছে।বগুইহাটিতে দুই যুবক হত্যার পর বীরভূমে ইঞ্জিনিয়ারিং ছাত্র সৈযদ সালাউদ্দিন ওরফে জয় কে হত্যা করা হল। ইলাম বাজারের চৌপাহাড়ি জঙ্গল থেকে পড়ুয়ার গলার নলিকাটা দেহ উদ্ধার হয়। বাড়ি মল্লারপুরে। পুলিশ জানিয়েছে মদ খাইয়ে হত্যা করা হয়। মালদহ তে এক বৃদ্ধ কে নির্মম ভাবে হত্যার খবর এসেছে। রাজ্যের সব চেয়ে বড় অপরাধী মদ । সেই মদ বিক্রির উপর সরকার জোর দিয়েছে। আর যুব প্রজন্ম অবক্ষয়ের শিকার।
কোন মন্তব্য নেই