তামিলনাড়ু সরকার অসমের টিম কে হাতি দেখার অনুমতি দেয় নি
নয়া ঠাহর,কলকাতা: অসমের বন বিভাগ ৯টি হাতি কে তামিলনাড়ু তে পাঠিয়েছিল।জয়মালা নামকরণ করে শুভেচ্ছা সহ হাতিগুলিকে পাঠানো হয়।সেই দলের একটি হাতিকে নৃশংস ভাবে মারধোর করার এক ভিডিও ভাইরাল হলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক প্রতিনিধি দলকে সেই রাজ্যে পাঠান। সেই রাজ্য অসমের প্রতিনিধি দলকে হাতিগুলো দেখার অনুমতি দেয় নি। তবে শোনা হচ্ছে সেই হাতিটি থাই ল্যান্ডের অসমের নয়।
কোন মন্তব্য নেই