Header Ads

একলক্ষ্য এনজিওর শিক্ষক দিবস পালন

*একলক্ষ্য এনজিওর শিক্ষক দিবস পালন* 

বৈশালী (উত্তরপ্রদেশ) - একলক্ষ্য এডুকেশনাল অ্যান্ড কালচারাল সোসাইটি উত্তরপ্রদেশ সরকারের শিক্ষক কর্মীদের সম্মান জানাতে শিক্ষক দিবস পালন করলো  বৈশালীর সেক্টর পাঁচে অবস্থিত কম্পোজিট স্কুলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক রত্নজ্যোতি দত্ত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈশালী এলাকার বিশিষ্ট সমাজসেবক রাজ কুমার সিং ভাট্টি।
সাংবাদিক দত্ত জাতীয় শিক্ষানীতি (এনইপি) বাস্তবায়নের দুই বছরের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষা ক্ষেত্রের জন্য আগামী দুই দশকের এজেন্ডা নির্ধারণ করেছে এনইপি। "আজকের তরুণ মনকে আগামীকালের উন্নত ভারতের জন্য প্রস্তুত করতে শিক্ষকদের এক বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে," দত্ত বলেন।
সরকারি স্কুলটির প্রধান শিক্ষিকা শাদাব কুমের সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল ছাত্রদের শিক্ষিত করার অভিজ্ঞতার কথা বলেন।
দুই ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈশ্বিক উষ্ণতা, পরিবেশ দূষণ, খেলাধুলার গুরুত্ব, যোগ-ব্যায়ামের গুরুত্ব এবং সৌর শক্তি সম্পর্কিত জ্বলন্ত সমস্যাগুলির উপর তাদের ধারণাগুলি জানায়।
একলক্ষ্য এনজিওর সেক্রেটারি রাম ব্যাস রাই সংস্থার ভবিষ্যত পরিকল্পিত প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন। তিনি দেশ নির্মাণ প্রক্রিয়ায় নুতন শিক্ষা নীতির কার্যকারিতা কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশ প্রাথমিক শিক্ষক সংঘের সভাপতি অমিত গোস্বামী, উত্তরপ্রদেশ প্রাথমিক শিক্ষক সংঘের সেক্রেটারি লিয়াক আহমেদ এবং সমাজসেবক রাজীব শর্মা।
একলক্ষ্য এনজিও-এর চেয়ারম্যান জয়ন্ত মুখোপাধ্যায়, পৃষ্ঠপোষক সদস্য রমা শঙ্কর সিং, দেবেন্দ্র সিং থাপা- হেড এনজিও ডেভেলপমেন্ট, সুমন তিওয়ারি- চেয়ারপার্সন দিল্লি প্রদেশ আদির সহায়তায় অনুষ্ঠানের নেতৃত্ব দেন।
হালকা খাবারের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। সুচারুরূপে পরিচালিত পুরো অনুষ্ঠানটি বিদ্যালয়ের 700 টিরও বেশি শিক্ষার্থী সহ অনুষ্ঠানে উপস্থিত সকলের হৃদয়ে সর্বদা একটি সুন্দর স্মৃতি হয়ে থাকবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.