দেশের সিনিয়র সিটিজেনরা রেলে সুবিধা পাবে
নয়া ঠাহর,:'কলকাতা: দেশের সিনিয়র সিটিজেনরা এখন থেকে রেলে সুবিধা পাবেন তবে ৭০বছরের উর্দ্ধে বয়স হতে হবে। আগে ছিল ৬০ বছরের উর্দ্ধে। করোনা সংক্রমণ এর জন্যে বন্ধ ছিল। দেশে ১৮০কিলোমিটার বেগে পরীক্ষামূলক বুলেট ট্রেন ছুটল।বন্দে ভারত নামে বুলেট ট্রেন ছুটার সময় নির্দিষ্ট যাত্রীরা দিব্যি ঘুমিয়েছেন।এক কাপ প্লেট ও ভেঙে পড়েনি।রেল মন্ত্রী সেকথা জানান।
কোন মন্তব্য নেই