Header Ads

১৭সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন প্রধানমন্ত্রীর জন্মদিন ,মধ্য প্রদেশের কুনো পালপুর জঙ্গলে ৫ টি চিতা ছাড়া হবে

নয়া ঠাহর, কলকাতা: আগামী ১৭  সেপ্টেম্বর  বিশ্বকর্মা পুজো,এই দিন প্রধান মন্ত্রী নরেন্দ্র  মোদির জন্মদিন।সেই উপলক্ষ্যে  প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশের  কুনো পাল পুর জঙ্গলে ৫টি চিতা বাঘ ছাড়বেন।   আফ্রিকা থেকে ৫টি চিতা আনা হয়েছে। মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান একথা জানান। প্রধানমন্ত্রী স্বয়ং উপস্থিত থাকবেন।ভারতে ১৯৫২ সালে চিতা শেষ হয়ে গেছে। তবে পরিবেশবিদ রা সন্দেহ প্রকাশ করেছেন আফ্রিকার জলবায়ুর পশু ভারতে বাঁচাবে তো?




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.