Header Ads

সর্বপল্লী ডা,: রাধাকৃষ্ণণ নেতাজি সুভাষ সম্পর্কে তথ্য লুকিয়ে ছিলেন

নয়া ঠাহর ,কলকাতা:আজ সারা দেশ জুড়ে রাষ্ট্রপতি ডা' সর্বপল্লী রাধা কৃষ্ণানের জম্ম দিবস শিক্ষক দিবস হিসেবে  উদযাপিত হল। সেই রাষ্ট্রপতি  রাশিয়া গিয়ে নেতাজি  সুভাষ  চন্দ্র বসু  রাশিয়া র কোন জেলে বন্দি আছেন  সব  জানতে পেরেছিলেন ।নেহরুর বোন  বিজয় লক্ষী পন্ডিত  রাশিয়ার রাষ্ট্র দূত  থাকার সময়   রাধা কৃষ্ণনের কাছ থেকে নেতাজির রাশিয়ার জেলে বন্দি আছেন সে কথা শুনেই  দাদা প্রধান মন্ত্রী জওহরলাল নেহরু কে  জানিয়ে দেন।নেহরু সঙ্গে সঙ্গে তার বোন কে সেখান থেকে  সরিয়ে দেন।আর  রাধাকৃষ্ণনের   মুখ  বন্ধ  করার  জন্যে তাকে উপরাষ্ট্রপতি পদে প্রমোশন দেন।। নেতাজি গবেষক তথা অল ইন্ডিয়া লিগ্যাল  এইড ফোরামের  সাধারণ  সম্পাদক জয়দীপ  মুখার্জী এই গুরুতর অভিযোগ করেন। সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী  মুখার্জী আজ নানা প্রামাণ্য তথ্যের ভিত্তিতে এই কথা বলেন।
. .




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.