স্বামী বিবেকানন্দর শিকাগো ভাষণ স্মরণে
বিশ্ব ভ্রাতৃত্ব দিবসের এই দিনে স্বামী বিবেকানন্দের শিকাগোসভার ভাষণকে স্মরণ ও মনন করে স্বরচিত কবিতা পাঠ করছি।*
স্বাগত সন্ন্যাসী / আশুতোষদাস।
,(বিশ্ব ভ্রাতৃত্ব দিবসে বিবেকানন্দ কণ্যা কুমারী হাইলাকান্দি শাখাকে মনেরেখে)
*
ধর্ম নিয়ে তুমি লোফালুফি করে ডাংগুলি খেলতে চাওনি, ধর্ম মানে গতি, একে অন্যের প্রীতির সহাবস্থান যেমন নদী চলতে চলতে কথা কয়, তার কোন জাত নেই বিভাজন নেই।
আকাশের মেঘ তার ধর্ম ওড়ে যাওয়া নিয়ত, কার্পাসের তুলোয় মতন ওড়ে বৃষ্টি নিয়ে টিপ টাপ বৃষ্টির ধারায় প্রেমের সূতোয় বেঁধে দিতে চায়, চাষির চাষার সঙ্গে মাটি র , মিঠে রোদ্দুরের সঙ্গে প্রকৃতির,
কচি পাতার শরীরে সোহাগে সজীব হয়ে ওঠে বৃক্ষ , তাই রামকৃষ্ণের অমোঘ মন্ত্র শিষ্য তুমি "যতমত ততপথ 'তাই বহন ধারন করে মাথা উঁচু করে বলেছিলে শিকাগো সভায় সব এক দোহে লীন।
,সব পথের ঠিকানা মানুষের কল্যাণ, সব হৃদয়ে কুসুম ফোটে, সকল বাগানে চুড়ুই শালিক নাচতে নাচতে খেলে, দোয়েল কোয়েল ডাকে, পৃথিবী কেবল হিংস্র প্রাণীর চলাচলের নিজস্ব ভূমি নয়,
বিশ্বপ্রকৃতির শুভ সূচক তোমার আহ্বান তাই সূর্যদোয়ের দীপ্তি
তোমার অজয় কন্ঠে অধিষ্ঠান হয়েছিলো বিশ্বভ্রাতৃত্বের বহু বৈচিত্র্য বর্ণিত কথাকলি তুমি,
*
তাই তোমার উদ্দাক্ত ধ্বনি সেদিন সবার হৃদয় ছোঁয়ে প্রমের অমোঘ বাণী হয়ে বিশ্বায়নেরউদ্ভাসে আকাশে ঔজ্জ্বল্যে ঝলমলে হয়েছিলো, সমস্ত নক্ষত্র মন্ডলী করতালি দিয়ে বলেছিলো স্বাগত সন্ন্যাসী ।
*
পথভ্রষ্ট মানুষের দিশা তুমি, বিশ্ব ভ্রাতৃত্বের যুগপুরুষ তুমি,
আমার হাজার কোটি প্রণাম গ্রহণ করো।
কোন মন্তব্য নেই