বাংলা দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর উপলক্ষে ভারতের শ্রদ্ধা জ্ঞাপন
স্বাগত / আশুতোষ দাস
*
(বাংলাদেশের মাননীয়া প্রধানমন্ত্রী শেখ বেগম হাসিনা ৫ই সেপ্টেম্বর ৪ দিনের ভারত সফরে আসছেন, তাকে মনে রেখে)
*
তুমি শুধু আমাদের প্রিয় বঙ্গবন্ধুর কণ্যা নয় আলোর দ্যোতি,
তোমার কথায় কাজে আকাশের যেন সূর্যকরে ছুটাছুটি।
এদেশে থেকেই আমরা ছড়াই গোলাপ পাপড়ি মৈত্রী গীঁথে , কাটুক আধার কালো নিশা,
বন্ধুত্বের স্বপ্ন গড়ুক দেদীপ্যমান ঔজ্জ্বল্য দেখাক বিশ্বে নতুন পথের দিশা।
পদ্মাসেতু তোমার কীর্তির এক অমলিন জগৎ জয়ী রেখাচিত্র,
তুমি আমাদের চলার পথের চড়াই উৎরাই ভেঙে সতীর্থ মিত্র।
ঝড়কে করেছে জয় তুমি দুই দেশে সম্প্রীতির বর্ণালী রঙ আঁকো,
তুমি আমাদের বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী আমাদের প্রিয় হয়ে থাকো।
-----------
আশুতোষ দাস, ভারতের আসামের বরাক উপত্যকার অনেকধরনের বহু বৈচিত্র্যময়ী গদ্য,পদ্য,নাটকের গ্রন্থ লেখক, খ্যাতমান কবি ও চিত্রনাট্যকার। মূল বাংলা "স্বাগত " মূল কবিতাটি থেকে আধুনিক প্রযুক্তির সহযোগিতায় অনুবাদ করা হয়েছে।
--------
-
কোন মন্তব্য নেই