Header Ads

উত্তর বঙ্গ কে পৃথক রাজ্য গঠনের দাবি জোরদার হচ্ছে

নয়া ঠাহর,কলকাতা:  বৃহত্তর কোচবিহার রাজ্য  গঠনের প্রধান দাবিদার অনন্ত মহারাজের সঙ্গে দেখা করলেন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। অসমের কয়েকটি  জেলাকে অর্ন্তভুক্ত করে বৃহত্তর কেন্দ্রীয় শাসিত রাজ্য গঠনের দাবিতে কোচ রাজবংশী জনগোষ্ঠীর বৃহৎ অংশ  অনন্ত মহারাজের পাশে দাঁড়িয়েছেন। আগামী লোকসভা  নির্বাচনের আগে এই দাবি কার্যকরী হবে বলে অনন্ত মহারাজ আগেই স্পষ্ট জানিয়ে বলেছেন তার বন্ধু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার পাশে আছেন। বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার গতকাল  সাক্ষাৎ করার পর বলেছেন কেন্দ্রীয় সরকারের ওপর সব কিছু নির্ভর করছে। মূখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তারা উত্তরবঙ্গ ভাগ হতে দেবে না। অসমের চিরাং,  কোকড়াঝার , বংগাইগাঁও ,প্রভৃতি অসমের জেলা কে  অর্ন্তভুক্ত করে কোচবিহার কে সদর করে এই দাবিতে সরব হয়েছে কোচ রাজবংশী জনগোষ্ঠীর এক বিরাট অংশ।গ্রেটার কোচবিহার  পিপলস আসোসিয়েশন সুপ্রিমো অনন্ত মহারাজের পিছনে কেন্দ্রের বিজেপি সরকার আছে বলে মেনে করা হচ্ছে।  বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন তৃণমূল সরকার বহু বছর থেকে কোচবিহার তথা উত্তর বঙ্গ কে অবহেলা করে চলছে তাই  পৃথক।রাজ্যের দাবি উঠছে। উত্তর বঙ্গ  ও অসমের এক বৃহৎ সংখ্যক প্রায় ৭০লাখ হবে তাদের ভাষা সংস্কৃতি আলাদা  এই জনগোষ্ঠীকে তপশীল ভুক্ত করার  জন্যে সংসদে  বিল উত্থাপিত হয়েছিল, কিন্তু দুবারই মেয়াদ উর্ত্তীণ হওয়ার জন্য বিল বাতিল হয়ে যায়।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.