নেতাজীর ভাবধারায় চললে দেশ সাফল্যের চূড়ায় উঠতে পারতো বললেন প্রধানমন্ত্রী মোদি
নয়া ঠাহর,কলকাতা: নেতাজী সুভাষ চন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন দেশবাসী যদি নেতাজির মতাদর্শ ও ভাবধারাকে অনুসরণ করতো তবে দেশ আজ সাফল্যের চূড়ায় পৌঁছতে পারতো। বলেন কংগ্রেস নেতাজিকে ভুলিয়ে দিয়েছিল। দিল্লির ইন্ডিয়া গেটে নেতাজির ২৮ফুট উচ্চতা বিশিষ্ট গ্র্যানাইট পাথরের মূর্তির আবরণ উন্মোচন করে প্রধানমন্ত্রী বলেন নেতাজি প্রথম স্বাধীন ভারতের পতাকা উত্তলন করেছিলেন আন্দামানে। সারা বিশ্বে তার প্রভাব পড়েছিল। এতদিন নেতাজি কে উপযুক্ত সম্মান জানানো হয় নি। প্রধানমন্ত্রী বলেন ব্রিটিশ উপনিবেশে র সব স্মৃতি চিহ্ন মুছে দিয়ে সেন্ট্রাল ভিস্তা নতুন সংসদ ভবন, কর্তব্য পথ নামে নতুন পথ, এই রাজ পথে এবার প্রজাতন্ত্র স্বাধীনতা দিবস উদযাপন করা হবে।
কোন মন্তব্য নেই