Header Ads

অসমের অভিরুচি দিবসে মুখ্যমন্ত্রী ক্রীড়া নীতি ঘোষণা করেন

 নয়া ঠাহর,গুয়াহাটিআজ অসমে অভিরুচি দিবসে বিশাল  শোভা যাত্রা বেরোয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই দিবস উপলক্ষ্যে পুলিশের ডিএসপি নয়ন মনি সৈকিয়া কে   বির লাচিত সম্মানে ভূষিত করে ৫০লাখ টাকা প্রদান করেন মুখ্যমন্ত্রী আজ    খেলা  নীতি ঘোষণা করেন। রাজ্যে আরো ১০টি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা করেন।এই অনুষ্ঠানে ডিজিপি ভাস্কর জ্যোতি  মহন্ত উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.