অধ্যাপিকা মুক্তি দেব চৌধরী র স্মরণ সভা ১০ সেপ্টেম্বর
নয়া ঠাহর ,গুয়াহাটি:কটনের বাংলা বিভাগের প্ৰাক্তন ছাত্ৰী, অধ্যাপিকা, বিভাগীয় প্ৰধান, অধ্যক্ষা সুলেখিকা সুকণ্ঠী শিল্পী ড° মুক্তি দেব চৌধুরী গত ২৬ আগস্ট পার্থিব শরীর পরিত্যাগ করে অনন্তধামে অমৃতলোকে গমন করেছেন।
তাঁর পুণ্যস্মৃতি স্মরণের জন্যে আগামী ১০ সেপ্টেম্বর, শনিবারে, কটন বিশ্ববিদ্যালয়ের "সুডমাৰ্সন হল"-এ বিকেল ৪ টা থেকে এক স্মৃতি-তৰ্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আপনার উপস্থিতি ও অংশগ্ৰহণের মধ্য দিয়ে প্ৰয়াত ড° মুক্তি দেব চৌধুরীর স্নিগ্ধ স্মৃতি আরও অম্নান হয়ে উঠুক, সেই বাঞ্ছা করি।
প্ৰয়াত ড. মুক্তি চৌধুরীর স্মতিচারণ করবেন :
শ্রীকুলদাকুমার ভট্টাচাৰ্য
পদ্মশ্ৰী অজয় দত্ত
ড. উষারঞ্জন ভট্টাচাৰ্য
ড. অমলেন্দু চক্ৰবৰ্তী
ড. ইন্দ্ৰকুমার ভট্টাচাৰ্য
ড. মদুলা দাস
ড. পান্নালাল গোস্বামী
শ্রীপুলক বন্দ্যোপাধ্যায় প্ৰমুখ অসমের বরেণ্য ব্যক্তিবর্গ।
ভবদীয়,
ড. প্ৰশান্ত চক্ৰবৰ্তী
বিভাগীয় প্ৰধান,
বাংলা বিভাগ
কটন বিশ্ববিদ্যালয়
আপনাদের উপস্থিতি ও অংশগ্ৰহণ কাম্য।।
কোন মন্তব্য নেই