রুজিরার ব্যাংককের একাউন্ট ভাঙিয়ে আর্ট ব্যাগ সোনা কিনে ভারতে আনা হয়
নয়া ঠাহর,কলকাতা:রাজ্যের তৃণমূলের সেকেন্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পত্নী রুজিরার ব্যাংককের কাশিকর্ন ব্রাঞ্চ এ এক ব্যাংক একাউন্ট ছিল।গত লোকসভা নির্বাচনের পূর্বে সেই ব্যাংকে একাউন্ট এর সব টাকা তুলে আর্ট ব্যাগ সোনা কেনা হয়। বিরোধী দলপতি শুভেন্দু অধিকারী সেই ব্যাংকের চেক বই দেখিয়ে সাংবাদিকদের কাছে দাবি করেন সেই সোনা ভর্তি ব্যাগ দমদম বিমানবন্দরে কেন্দ্রীয় আবগারি বিভাগ ধরে ফেলে, একটি ব্যাগের মুখ খুলে যায় তাই ধরা পড়ে যায়। কেন্দ্রীয় বাহিনীর হেফাজত থেকে ছিনিয়ে নেওয়া হয়।রাজ্যের ২০০ পুলিশ তা জোর করে তুলে আনে বলে শুভেন্দু অভিযোগ করেন। তার সঙ্গে বিনয় মিশ্রের দেখা হওয়ার ভিডিও ক্লিপ অভিষেক প্রকাশ করার পর শুভেন্দু এই চেক বই প্রকাশ করেন। আগামী ১৩ সেপ্টেম্বর বিজেপির" চোর ধর "অভিযানের আগে তৃণমূল বিজেপির লড়াই চরমে উঠেছে।
কোন মন্তব্য নেই