আর এস এস নিয়ে মমতার মন্তব্যে তোলপাড় রাজনীতি
নয়া ঠাহর,কলকাতা; আর এস এস এও ভালো মানুষ আছেন,আর এস এস এত খারাপ ছিলনা,তারা এত খারাপ বলে তিনি বিশ্বাস করেন না ,মুখ্যমন্ত্রীর এই মন্ত্বব্যে সি পিএম বলে তারা আগে থেকেই জানে বিজেপি র সঙ্গে তৃণমূল কংগ্রেস দলের গোপন বোঝাপড়া আছে।এবার তা প্রমান হল। সি পি এম দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে।এম আই এম নেতা সাংসদ আসাদ উদ্দিন ওয়াইসিও টুইট করে বলেন "মমতা ২০০৩সালে আর এস এস কে দেশ প্রেমিক আখ্যা দিয়েছিলেন, আর আর এস মমতাকে বলেছিল দুর্গা,আর এস এস চায় হিন্দু রাষ্ট্র।"
কোন মন্তব্য নেই