বরাকের সাংসদ বিধায়ক দের ভাষা আইন অধিকার নিয়ে মাথা ব্যাথা নেই
নয়া ঠাহর, শিলচর :বিধায়ক সাংসদ ভুলে গেলেও ভাষা আইন অধিকার রক্ষায় বরাক বাসী এখন অনেক সচেতন ভুমিকা নিচ্ছেন - বিডিওয়াইএফ।
সম্প্রতি শিলচরের ট্রাঙ্ক রোডে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য যোজনা কেন্দ্রের অধীনে একটি স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেছেন শিলচরের সাংসদ ও বিধায়ক। কিন্তু এটির নামফলকে ইংরেজি ,হিন্দি ও অসমিয়া ভাষা ব্যাবহার করা হলেও আশ্চর্যজনক ভাবে বরাকের সরকারি ভাষা বাংলা নেই। এনিয়ে সামাজিক মাধ্যম থেকে শুরু করে বরাকের যেসব সংগঠন ইতিমধ্যে সোচ্চার হয়েছেন সবাইকে অভিনন্দন জানাল বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্ট।
এক প্রেস বার্তায় যুব ফ্রন্টের কার্যকরী আহ্বায়ক দেবায়ন দেব বলেন যে এটা সত্যিই আশ্চর্যের বিষয় যে শহরের মাটি ১১ শহিদের রক্ত রঞ্জিত সেই শহরের নির্বাচিত সাংসদ ও বিধায়কের এই বিষয়টি চোখে পড়ল না! অথবা হয়তো নজরে পড়লেও উর্ধতন 'বস'দের খুশি রাখতেই তাঁরা এ নিয়ে নীরব ভূমিকা পালন করলেন। তবে এটা সত্যিই শুভ লক্ষণ যে সামাজিক মাধ্যম সহ বরাকের অনেক সংগঠন এর প্রতিবাদে এবার সোচ্চার হয়েছেন। দেবায়ন বলেন এর আগে অনুরূপ দুটি ঘটনায় বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট সরব হওয়ায় সারা রাজ্য জুড়ে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল এবং সরকারি রোষের খাড়া তাঁদের উপর নেমে এসেছিল । এমনকি তাঁদের মুখ্য আহ্বায়ককে গ্রেফতার অব্দি হতে হয়েছিল। তিনি বলেন তখন কিন্তু অনেকেই নীরব ভূমিকা পালন করেছিলেন। কিন্তু এবারের প্রতিক্রিয়া অনেকটাই আশাব্যঞ্জক। দেবায়ন বলেন যে সবাই যদি এভাবে ভাষাজননীর অধিকার রক্ষার্থে ঐক্যবদ্ধ থাকেন তবে সরকারও এই ব্যাপারে সতর্ক থাকতে বাধ্য হবেন।
যুব ফ্রন্টের আরেক আহ্বায়ক বাহার আহমেদ চৌধুরী বলেন যে একই সাথে শোনা যাচ্ছে যে বরাকেরই বরাক ব্রহ্মপুত্র সমন্বয়ের নামে গঠিত একটি সংগঠন জনগনের এই আবেগকে ভালো চোখে দেখছেন না। এই ইস্যুতে বিধায়ক ও সাংসদের বিরুদ্ধে সরব হওয়াকে তাঁরা মেনে নিতে পারছেন না এবং এর পরিপ্রেক্ষিতে একটি জরুরী সভাও অনুষ্ঠিত হয়েছে গতকাল। বাহার বলেন এই সংগঠন বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সাথে যোগাযোগ না রাখলেও অসম সাহিত্য সভার সাথে অন্তরঙ্গ সম্পর্ক বজায় রাখেন। বাহার বলেন ১৯৬১ এর ভাষা আন্দোলনের সময়ও এরকম একদল দিশপুরের দালাল এই আন্দোলনের বিরোধিতা করেছিলেন। বাহার বলেন এই যে বারবার বরাকে ভাষা আইন লঙ্ঘনের চেষ্টা চলছে সেই ব্যাপারে এই সংগঠন এযাবৎ নীরব কেন ? তাই জনগনকে এইসব মিরজাফরদের থেকে সর্বদা সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি।
বিডিএফ মিডিয়া সেলের পক্ষ থেকে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন আহ্বায়ক হৃষীকেশ দে।
কোন মন্তব্য নেই