Header Ads

কয়লা ,গরু পাচারের তদন্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে ডাকা হচ্ছে না কেন? প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যাযের

নয়া ঠাহর,কলকাতা:তৃণমূল দলের   সর্ব ভারতীয় সাধারণ  সম্পাদক  অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন গরু কয়লা পাচারের টাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী র কাছে পৌঁছায় ।গতকাল২সেপ্টেম্বর  কলকাতার ইডির  অফিসে  ইডি  প্রায় ৮ ঘন্টা জেরা করে অভিষেক কে।এই জেরার সময়   অভিষেক বন্দ্যোপাধ্যায়  প্রশ্ন তোলেন এই তদন্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কে ডাকা হচ্ছে না কেন? সাংবাদিকদের কাছে বলেন ভারতে সব থেকে বড় পাপ্পুর নাম অমিত শাহ,কারণ তিনি বিরোধী শুন্য ফাঁকা  মাঠে গোল দিতে চান।   অভিষেক কোচবিহারের  সাংসদ নিশীথ অধিকারী, বি এস এফ,সি আই এস এফের বিরুদ্ধেও আঙ্গুল তোলেন। বলেন একটি দলের নেতাকে বিজেপি পাপ্পু  ( রাহুল গান্ধী)বলে।ভারতে সব থেকে বড় পাপ্পুর নাম অমিত শাহ । বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী  পাল্টা বলেন সংবিধান স্বীকৃত সন্থা ইডি  তদন্ত করছে ,তাদের হাতে সব  তথ্য আছে।তাই অভিষেক ভয় পেয়ে গেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.