নওগাঁ তে শিক্ষক দিবস পালন
নগাঁওতে শিক্ষক দিবস উদযাপন।
দশ জন শিক্ষক কে জেলা কৃর্তি শিক্ষক বটা প্রদান।
সুনীল রায় নগাঁও ৫সেপ্টেম্বর ;-সমগ্ৰ দেশের সাথে আজ নগাঁওজেলাতে ৬১ সংখ্যক রাষ্ট্রীয় শিক্ষক দিবস উদযাপন করা হয়।নগাঁওসরকারী বালক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সভাগৃহে আয়োজিত শিক্ষক দিবসের কার্যসূচী জাতীয় সংগীতেরে আরম্ভ করা হয়।এই উপলক্ষে অনুষ্ঠিত প্রকাশ্য সভাতে অংশ গ্ৰহন করে হোজাই রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অমলেন্দু চক্রবর্তী নির্দিষ্ট বক্রতা হিসাবে ভাষীন প্রদান করে শিক্ষক দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বলেন যে শিক্ষক সকল সন্মানীয় ব্যক্তি।শিক্ষক সকলে ছাত্র ছাত্রী সকলকে শিক্ষা দানের মাধ্যমে সুনাগরিক হ ওয়ার ক্ষেত্রে অরিহনা যাগিয়ে আসছে।
অনুষ্ঠানে আদরনী ভাষন প্রদান করে নগাঁও সংমন্ডলের বিদ্যালয় সমূহের পরিদর্শক মৃদুল কুমার নারে। অনুষ্ঠানে নগাঁও জেলার অতিরিক্ত জেলা শাসক প্রশান্ত বরুয়া, বিদ্যালয় সমূহের উপ পরিদর্শক দেবেন চন্দ্র লোক, অধ্যক্ষা দিপিকা লস্কর ভাষন প্রদান করে। অনুষ্ঠানে জেলা টির দশ জন শিক্ষককে জেলা কৃতি শিক্ষককে জেলা কৃতি শিক্ষক বটা প্রদান করা হয়।এই বটা লাভ করা শিক্ষক শিক্ষায়িত্রী সকল হলো রিপুঞ্জিতা শ ইকীয়া , হীরামনি বরুয়া , অনুপ্রভাকোযর, মানিক চন্দ্র নাথ, অজিত চন্দ্র বরা, জিতামনি শর্মা, দিগন্ত বরা, কেশব চন্দ্র বরা, প্রভাকর শ ইকীয়া, মজিবুর রহমান । জেলাটিতে সকলো শিক্ষানুষ্টানে শিক্ষক দিবস উদযাপন করা হয়।
কোন মন্তব্য নেই