সহচলি আর্ন্তজাতিক নাট্য উৎসব শুরু
দক্ষিণ দিনাজপুর
দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার সুকান্ত ভবনে তিন দিনব্যাপী শুরু হলো সহচলি আন্তর্জাতিক নাট্য উৎসব। এই প্রথম জেলার বুনিয়াদপুর সুকান্ত ভবনে নাট্য উৎসব শুরু হল এই নাট্য উৎসব। দুর দুরন্ত থেকে প্রত্যেকদিন নাটক দেখতে প্রচুর লোকজন আসছে । সহচলি আন্তর্জাতিক নাট্য উৎসব শুরু হতেই এদিন শহর জুড়ে একটি রেলি বের হয় যা সমস্ত বুনিয়াদপুর শহর প্রদক্ষিণ করে। বুনিয়াদপুর সুকান্ত ভবনে সহচলি আন্তর্জাতিক নাট্য উৎসব দেখার জন্য ভিড় করতে থাকে প্রচুর মানুষ। এই নাটক উৎসবে জলপাইগুড়ি কলকাতা কালিয়াগঞ্জ বালুরঘাট বাংলাদেশ সহ আরো বিভিন্ন দল অংশগ্রহণ করছে।
কোন মন্তব্য নেই