শিলচর কালাইন সড়কে চলন্ত ট্রাকে আগুন
বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়া:
শিলচর কালাইন সড়কে চলন্ত ট্রাকে আগুন, চাঞ্চল্য এলাকায়। শনিবার সকালে শিলচর কালাইন সড়কের রানীঘাটে সংঘটিত হয় এক পথ দুর্ঘটনা। এদিন চলন্ত ট্রাকে সংঘটিত হয় অগ্নিকাণ্ড। গাড়ির টায়ার থেকে ধাউ ধাউ করে জলতে থাকে আগুন। টায়ারে আগুন দেখে ট্র্যাকটির পিছনে ধাওয়া করে এক বাইক আরোহী গাড়িটিকে থামানোর জন্য চিৎকার দেয়। গাড়ির ডাইভার বাইক আরোহীর চিৎকার শুনে পিছনে ফিরে দেখে গাড়িতে আগুন জ্বলছে। তৎক্ষণাৎ উপস্থিত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে রানীঘাট ব্রিজের সামনে একটি জলাশয়ের সামনে নিয়ে গাড়িটি থামিয়ে দেয় চালক। সঙ্গে সঙ্গে স্থানীয়রা উপস্থিত হয়ে গাড়িটির আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। কালাইন থেকে শিলচর অভিমুখে যাওয়া গাড়িটি RJ10GB6442 নম্বরের বলে জানা যায়।
কোন মন্তব্য নেই