মানবতাবোধের নজির গড়ল যুব ছাত্র পরিষদ
মানবতার চূড়ান্ত নিদর্শন ।
নগাঁওতে জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে দাহ করলো অসহায় মহিলার মৃতদেহ।
সুনীল রায় নগাঁও ৯সেপ্টেম্বর :- নগাঁওতে অসম জাতীয়তাবাদী যুব- ছাত্র পরিষদে একজন অসহায় মহিলার কাছে খারা হয়ে মানবতার নিদর্শন তুলে ধরেছে। জাতীয়তাবাদী যুব-ছাত্রপরিষদের নগাঁও জেলা সমিতির সভাপতি প্রাগজ্যোতিষ বনিয়া এবং সাধারণ সম্পাদক দেবাশীষ দাসে এক বিবৃতিতে জানান যে ঢেকীয়াজুলির মুনাবা চা বাগানের নিবাসী করুণা মুন্দার ১১আগষ্ট তারিখে নগাঁওতে একটি ইটা ভাটাতে কর্মরত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে নগাঁও ভোগেশ্বরী ফুকননী অসামরিক চিকিৎসালয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রান হারায়। অসহায় অভিভাবক বিহীন মহিলা জনের শেষকৃত কার্য সমাপন করে যুব - ছাত্র পরিষদ নগাঁও জেলা সমিতিয়ে মধুপুর শ্মশানে।সাথে নেতাদ্বয়ে বলেন যে যেহেতু মহিলা জনে ইটা ভাটাতে কর্মরত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে প্রান হারিয়েছেইটা ভাটার স্বত্বাধিকারী জনের দায়িত্ব ছিল মহিলা জনের চিকিৎসা করা কিন্তু তিনি কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনাই সেইজন্য এই সমস্ত বিষয়টি তদন্ত করে নির্যাতিত মহিলা জনে ন্যায় প্রদান করতে পুলিশ প্রসাশনকে দাবী জানিয়েছে সাথে তদন্তের আযত্বে ইটা ভাটার স্বত্বাধিকারীজনকে আনার জন্য দাবী জানায়।
কোন মন্তব্য নেই