শিবটিলা এমপি এইচ-সি তে জন আরোগ্য সমিতি
শিবটিলা এমপিএইচসি-তে জন আরোগ্য সমিতি গঠন
বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়া: শনিবার শিবটিলা এমপিএইচসি-তে এক সভার মাধ্যমে জন আরোগ্য সমিতি গঠন করা হয়। এদিন সভার পৌরহিত্য করেন প্রাক্তন চেয়ারম্যান ডাঃ সঞ্জীব শিকদার। সভায় উত্তর কাটিগড়া জেলা পরিষদ সদস্য তিলক চাঁদ দাসকে পদবলে চেয়ারম্যান সাব্যস্ত করে নয় সদস্যদের এক কমিটি গঠন করা হয়। এতে কো-চেয়ারম্যান ডাঃ আব্দুল বারিক ও শিবটিলা এমপিএইচসি-র ইনচার্জ ডাঃ নিকিতা পাল-কে পদেন সম্পাদিকা মনোনীত করা হয়। এদিনের সভায় গঠিত জন আরোগ্য সমিতির সদস্যরা হলেন ইলা ভৌমিক, তরুণ মালাকার, যুধিষ্ঠির সাহা হাইয়ার সেকেণ্ডারী স্কুলের একাডেমিক ইনচার্জ আশিষ আচার্য, ডাঃ সঞ্জীব শিকদার, বিশাল সরকার, বিপ্লব করচৌধুরী, সুক্তা পাল প্রমুখ। এদিনের সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থকর্মী দেবজিত রায়, প্রাক্তন জেলা পরিষদ সদস্যা রত্না দাস, গাঁও পঞ্চায়েত সভানেত্রীর স্বামী জয়দীপ দেব, ক্ষীতিষ চন্দ্র পাল, হীরক চক্রবর্তী, রাজেশ রায় প্রমুখ। এদিন সভার শেষে সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি হয়।
কোন মন্তব্য নেই