সাহিত্য সাধনা দিবসের উদযাপনের প্রস্তুতি
*সাহিত্য সাধনা দিবসের উদযাপনের প্রস্তুতি*
*সংবাদদাতা গুয়াহাটি* :-অসমের একক পৃথক ও অনন্য জাতীয় মঞ্চ সাহিত্য সাধনা মঞ্চ অসমে আগামী ২৬ সেপ্টেম্বর প্রথম বার্ষিক অনুষ্ঠান পালন করবে পালন করবে। সাহিত্য সাধনা মঞ্চ অসমের একটি কেন্দ্রীয় কার্য নির্বাহক সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়ে যায়। উক্ত সভায় সাহিত্য সাধনা মঞ্চ অসমের জেলা সমিতির সভাপতি গন এবং সম্পাদক উপস্থিত থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন। এই সভাতে সাহিত্য সাধনা মঞ্চ অসমের প্রথম প্রতিষ্ঠা দিবস টি সাহিত্য সাধনা দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেন। কেন্দ্রীয় সমিতিয়ে
বাক্সা জেলা সমিতির সহযোগে বাক্সাতে কেন্দ্রীয়ভাবে সাহিত্য সাধনা দিবস উদযাপন করার সমান্তরাল ভাবে উদালগুরি, যোরহাট,লক্ষীমপুর, জেলা জেলা সমিতির উদ্যোগে এই দিবস উদযাপন করবেন। তার সঙ্গে অন্যান্য কয়েকটি জেলায় সাহিত্য সাধনা মঞ্চের কেন্দ্রীয় সমিতির প্রতিনিধির দ্বারা উক্ত কার্যসূচি পালন করা হবে। উক্ত দিনটিতে অসমের কয়েকজন নবীন প্রবীণ লেখক লেখিকা এবং তার সঙ্গে সাহিত্যিক সাংবাদিক বা অন্যান্য ক্ষেত্রের দ্বারা সমাজে বিশেষ অবদান আগ বাড়ানোর বিশিষ্ট ব্যক্তি সকলকে সম্বর্ধনা জানানো হবে। রবিবারের কার্য নির্বাহক সভায় আগামী ১৮ সেপ্টেম্বর সাহিত্য সাধনা মঞ্চ অসমের বাক্সা জেলার ঐতিহাসিক সন্ন্যাসী শিরধাম ক্ষেত্র নির্মিয়মান মোক্ষদা হরবল্লভ সোবরর্নী
গ্রন্থাগার খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উক্ত গ্রন্থাগার অসম সরকারের কেবিনেট মন্ত্রী রঞ্জিত কুমার দাস আনুষ্ঠানিক ভাবে জনগণের জন্য খুলে দেবেন। গ্রন্থাগার উন্মোচন অনুষ্ঠানে অসম সরকারের কেবিনেট মন্ত্রী এবং স্থানীয় বিধায়ক উর্মাও গৌরা ব্রহ্মা এবং বড়োলেগু সায়ত্ত্ব শাসিত পরিষদের কাকলি বাড়ী সমষ্টির পরিষদ মণ্টো বড়োর সাথে বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী কে আমন্ত্রণ জানানো হবে বলে কেন্দ্রীয় সমিতির সম্পাদক নরজিৎ দাসে জানিয়ে দেন।
কোন মন্তব্য নেই