নাট্যকার বিপ্লব জ্যোতি ভূঁইযা কে গ্রেফতারের প্রতিবাদ
নাট্যকার বিপ্লব জ্যোতি ভূঞাকে মুক্তির দাবীতে নগাঁওতে বামপন্থী সংগঠন।
সুনীল রায় নগাঁও ১সেপ্টেম্বর :- নাট্যকার বিপ্লব জ্যোতি ভৃঞার গ্ৰেপ্তার সম্পর্কে প্রতিক্রিয়া প্রকাশ করেছে ভারতীয় গণনাট্য সংঘ, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেসন, নিখিল ভারত কৃষক সভা, নিখিল ভারত যুব ফেডারেসন এবং ভারতের ছাত্রর ফেডারেশনের নগাঁও জেলা পরিষদ। এক প্রেছ বিবৃতিতে ভারতীয় গণ নাট্যসংঘের নগাঁও জেলার কার্যকরী সভাপতি মোলান লস্কর, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেসনের (ডি ওরাই এফ আই)নগাঁও জেলা সম্পাদক জিতু হাজারিকা, নিখিল ভারত কৃষক সভার নগাঁও জেলা সমিতির সম্পাদক মনোজ সিংহরাজা, নিখিল ভারত যুব ফেডারেসনের নগাঁও জেলার সম্পাদক জিতু কুমার নাথ এবং ভারতীয় ছাত্র ফেডারেশনের (এছ এফ আই)নগাঁও জেলা সম্পাদক রিচাদ ভৃঞায় বলেন যে বর্তমানের সরকারের দিনে মানুষের কথা বলার অধিকার নাই এই অবস্থা হয়েছে। আন্দোলনের কার্যসৃচীটি দূরের কথা সামাজিক মাধ্যমযোগে কিছু একটা লিখলে জেলে যেতে হয় এই পরিস্থিতি বর্তমান রাজ্যে চলছে।এই সরকার টির দিনে গণতান্ত্রিক প্রমুল্যবোধের চরম অবনতি ঘটেছে বলে অনুমান করতে পারি।জগতগুরু শ্রী মন্ত শংকরদেব অসমীয়া জাতির প্রাণ প্রতিষ্ঠাতা তাতে আসামের কোনো জাতি জনগোষ্ঠী ধর্মালম্বী লোকের সন্দেহ নাই।বিপ্লবজ্যোতি ভৃঞার ফেসবুক পোষ্টটিতে ভূঁঞায় শ্রীমন্ত শঙ্করদেবের কিছু অনুগামী কে সমালোচনা করেছে।শ্রীমন্ত শংকরদেবকে করে নাই বরং তিনি শ্রীমন্ত শংকরদেবকে আসামের মানুষের জন্য একজন জননেতা বলে উল্লেখ করেছিল।বিপ্লব জ্যোতি ভৃঞার ফেসবুক পোষ্টটিকে নিয়ে তর্ক বিতর্ক সমালোচনা এই সকলের থল থাকতে পারে। কিন্তু এই ধরনের আক্রোশ মূলক ভাবে ভূঞাকে গ্ৰেপ্তার করতে অসম অসম পুলিশের স্বৈরাচারী মানসিকতা প্রকাশ পেয়েছে।ভূঞাকে গ্ৰেপ্তারের নিন্দা করেছে সংগঠন কয়টি এবং অতি শীঘ্রই ভূঞাকে মুক্তি দেওয়ার দাবী জানিয়েছে।
কোন মন্তব্য নেই