Header Ads

প্রধানমন্ত্রী চা বিক্রি করতেন কিন্তু চা শ্রমিকদের খবর রাখেন না :অভিষেক বন্দ্যোপাধ্যায়

নয়া ঠাহর,কলকাতা:তৃণমূল দলের  সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ উত্তর বঙ্গে চা শ্রমিক দের  জমায়েত এ ভাষণ দিতে গিয়ে বলেন প্রধানমন্ত্রী  একদিন চা বিক্রি করতেন কিন্তু চা শ্রমিকদের  সমস্যার খবর রাখেন ন। তিনি হুঁশিয়ারি  দিয়ে বলেন কেন্দ্র যদি তিন লাখ চা শ্রমিককে পি এফ গ্রাচুইটি টাকা না দেয়  তবে   শ্রমিক রা  বিজেপি  সাংসদ  বিধায়ক দের ঘেরাও করবে দিল্লীতে   ধরনা  দেবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.