মাদকের বিরুদ্ধে সজাগ তা সৃষ্টির
নগাঁওতে ড্রাগসের বিরুদ্ধে সজাগতা সৃষ্টির প্রয়াস: গৌরব গগৈ ফ্রেন্ড ক্লাবের উদ্যোগে মারাথান দৌর ।
সুনীল রায় নগাঁও ১১সেপ্টেম্বর :- ড্রাগসের বিরুদ্ধে সজাগতা সৃষ্টির উদ্দেশ্যে নগাঁওতে গৌরব গগৈ ফ্রেন্ডস ক্লাব এবং নগাঁও জেলা এন এস ইউ আইর যৌথ উদ্যোগে সমুহীয়া ম্যারাথন দৌড় কার্যসূচী রূপায়ন করা হয়।আজ সকালে নগাঁও শ্বহীদ ভবন হতে আরম্ভ হ ওয়া পাঁচ কিলোমিটার যাওয়াএই ম্যারাথন দৌড় কার্যসূচী আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করে কলিযাবরের সাংসদ গৌরব গগৈয়ে বলেন যে" সম্প্রতী নগাঁওতে নব প্রজন্মের মধ্যে ড্রাগসের প্রয়োভর বৃদ্ধি পেয়েছে।যার জন্য নব প্রজন্ম ধ্বংসের দিকে গতি করেছে। এইধরনের ভয়াবহতার প্রতি রাজ্যবাসীকে সজাগ করারজন্য এই ধরনের দৌড়ের কার্যসূচী গ্ৰহন করা হয়েছে।গগৈয়ে মন্তব্য করে বলেন যে এই কার্যসূচীর মূল মন্ত্র হলো " ড্রাগস ছাড়া, খেলা ধরক"।উক্ত অনুষ্ঠিত বিশিষ্ট ক্রীড়াবিদ গণশ্যাম হাজারিকা, বটদ্রবার বিধায়ক শিবামনি বরা, নগাঁও জেলা কংগ্রেস সভাপতি সুরেশ বরা, নগাঁও ক্রীড়া সংস্থার সভাপতি - সম্পাদক কে কয়েক শতাধিক ক্রীড়া প্রেমী জনগনে অংশ গ্ৰহন করে।
কোন মন্তব্য নেই