Header Ads

বিশিস্ট শিল্পপতি সাইরাস মিস্ত্রি পথ দুর্ঘটনায় মারা যান

নয়া ঠাহর,কলকাতা:টাটা  গোষ্ঠীর প্রাক্তন  চেয়ারম্যান সাইরাস  মিস্ত্রি আজ এক পথ দুর্ঘটনায় মারা যান।তার   মৃত্যুতে শিল্প মহলে শোকের ছায়া নেমেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাহুল গান্ধী ,,পশ্চিম বঙ্গ র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন।মার্সিডিজ গাড়িটি চালাচ্ছিলেন বিশিস্ট মহিলা ডাক্তার।মহারাষ্ট্রের পালঘরের কাছে এক  ডিভাইডার জোর ধাক্কা মারে ১২০স্পীডে ছুটছিল গাড়িটি। মাস দুয়েক আগে বাবা পালনজি  শাপুরজি মিস্ত্রি  মারা গিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.