Header Ads

১ সেপ্টেম্বর থেকে বাংলাতে দুর্গোৎসব শুরু:মমতা বন্দ্যোপাধ্যায়

নয়া  ঠাহর ,কলকাতা :রাষ্ট্রসংঘে র সাংস্কৃতিক শাখা  ইউনেস্কো  বাংলার দুর্গোৎসব কে অবহমানের  হেরিটেজ বলে স্বীকৃতি  প্রদান  করেছে। সেই উপলক্ষে আজ কলকাতায় ইউনেস্কো র প্রতিনিধিদের উপস্থিতিতে  বিশাল  শোভা যাত্রা বার করা হয়। রাজ্যের প্রতি জেলাতেও 
 শোভা যাত্রা বেরোয়।ক্রিকেটার সৌরভ গঙ্গো পাধ্যয় থেকে শুরু সেনা অফিসার, সব ক্লাব  সব পুজো কমিটি ,টলিউড ,পুলিশ কেউ বাদ নেই। মধ্যমণি হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  বিদেশের  প্রতিনিধিদের  দুর্গা প্রতিমা উপহার দেন। বলেন  প্রতি সারাদৎসবে বাংলাতে ৪০হাজার কোটি  টাকার ব্যবসা হয়।





কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.