Header Ads

গার্ডেনরিচে এক ব্যবসায়ীর বাড়িতে 18 কোটি উদ্ধার 75 কোটি টাকার প্রতারণা

নয়া ঠাহর,কলকাতা.গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়িতে  কোটি কোটি টাকার পাহাড়,  ব্যবসায়ী আমির  খানের বাড়িতে 18 কোটি টাকা উদ্ধার, করা  হয়েছে।8টি মেশিন দিয়ে গোনা চলছে। 10 টি ট্রাংক আনা হয়েছে। হাঁড়িতে,  খাটের তলা, আলমারিতে টাকার পাহাড়। হাওলার  মাধ্যমে টাকা বাইরে পাঠানো হত।  অন লাইন গেমিং আপ এর  মাধ্যমে  75 কোটি টাকা  প্রতারণার  অভিযোগ করেছে ইডি। কলকাতায় আজ এক আইনজীবী ও অন্য দুজনের বাড়িতে তল্লাশি করে ইডি। উদ্ধার করা 18  কোটি টাকা ট্রাকে নিয়ে যায়।বারো কোটির ও বেশি টাকা পাওয়া যাবে বলে  ইডির দাবি। মন্ত্রী ফিরহাদ হাকিম অভিযোগ করেছেন আর্থিক ভাবে পঙ্গু করে  বঙ্গের বদনাম করা হচ্ছে। বিজেপির অভিযোগ তৃণমূল দলের  টাকা ঘনিষ্ট ব্যবসায়ীর কাছে রাখা ছিল। পরিবহন ব্যবসায়ী নাসির খানের ছোট ছেলে আমির খান মোবাইল  app   এর মাধ্যমে   কোটি কোটি টাকা প্রতারণা করেছে বলে ইডি দাবি করেছে।   


 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.