Header Ads

বাংলাতে একমাত্ৰ আইনের শাসন থাকবে বললেন মন্ত্রী সুভাষ সরকার



*বাংলায় একমাত্র আইনের শাসন থাকবে আগামী দিনে - মন্ত্রী সুভাষ সরকার*
*নয়া ঠাহর প্রতিবেদন, নুতন দিল্লি*: পশ্চিমবঙ্গে সাম্প্রতিক বড় নেতাদের গ্রেপ্তারের হিড়িক রাজ্যের শাসক দলের আস্থা কোমর ভেঙে দিয়েছে। 
তৃণমূলের বিতর্কিত নেতা অনুব্রত মণ্ডলকে 11 অগাস্ট বা বৃহস্পতিবার সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) একটি গবাদি পশু চোরাচালান মামলায় গ্রেপ্তার করে যখন তিনি কেন্দ্রীয় সংস্থার সামনে তিন দিনের মধ্যে দুবার জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে ব্যর্থ হন।
"সর্বশেষ গ্রেপ্তার প্রমাণ করে যে কেউ আইনের ঊর্ধ্বে নয় এবং যদি কেউ কিছু ভুল করে থাকে তবে তাকে আইনের নির্ধারিত বিধানের মুখোমুখি হতে হবে," বলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার ।
বাংলায়, আগামী দিনে সব ধরনের অন্যায় কাজ বা অবৈধ কার্যকলাপের জন্য আইন বহাল থাকবে, তিনি যোগ করেছেন।
মন্ত্রী সরকার কারও নাম নেননি তবে পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির গ্রেপ্তার সহ কেন্দ্রীয় সংস্থাগুলির দ্বারা সাম্প্রতিক ধারাবাহিক গ্রেপ্তারের পটভূমিতে তাঁর মন্তব্য বোধগম্য ছিল।
সম্প্রতি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট চ্যাটার্জিকে ঘনিষ্ঠ সহযোগীসহ গ্রেপ্তার করেছে।
এখন, টিএমসির দুইজন বড় নেতাদ্বয়ের গ্রেপ্তারের পরে, সামনের দিনগুলিতে আর কী উদ্ঘাhটিত হতে চলেছে তা দেখার সময়।
দেখার বিষয় হলো সিবিআই এবং ইডি-র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে আগামীদিনে কে কে আসবেন।
ততক্ষণ, আমাদের অপেক্ষা করতে হবে রাঘব বোয়ালদের দেখার জন্যে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.