Header Ads

শনিবারের ভোরেও তাপমাত্রা ২৮ডিগ্রি সেলসিয়াস, অনুভব হবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মত

অমল গুপ্ত,গুয়াহাটি: আগস্ট মাসে শনিবারের   ভোরেও  ঠান্ডা ভাব নেই,  গাছ পালা গুলোর পাতা গুলি নরেনা  । গরম  ভ্যাপসা ,গুয়াহাটি র তাপমাত্রা বেড়েই চলেছে।আজকের আবহাওয়া  দফতরের রিপোর্ট সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস কিন্তু অনুভব হবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এর মত। বিশ্ব পরিবেশ ক্রমশ নিয়ন্ত্রন হারাচ্ছে।কুমেরু  সুমেরু অঞ্চলের বরফ দ্রুত গলছে,
 বিশ্বের   ধনপতিরা ঝাঁপিয়ে পড়েছে যুগ যুগ ধরে বরফে    আবৃত অঞ্চল খুঁড়ে  ইস্পাত খনিজ সামগ্রীর  খোঁজে। বরফ গলছে   ,সাগরের তলদেশ তাপ মাত্রা  বাড়ছে। গ্রিনহাউস গ্যাস ,ব্যাপক হারে জঙ্গল ধ্বংস,  লক্ষ কোটি যানবাহনে ডিজেল পেট্রোল পুড়ছে   কার্বন  বিষ আকাশকে দূষিত করছে।মানুষ নিঃশ্বাস নিতে পারছে না। সারা দেশের  নদ নদী সব দূষিত ,ব্যাপক হারে সার কীটনাশক  ব্যবহার  জমির উর্বরা শক্তি নিশ্বেস হয়ে গেছে।মাটি  বাঁজা হয়ে গেছে। ভূগর্ভস্থ র জল শেষের পথে,   ভারতের ৮০কোটি মানুষ আর্সেনিক যুক্ত বিষ জল পান করে। অসমের ৫০ শতাংশ বন ভূমি  বেদখল ,দেশের পার্লামেন্ট সেই ভয়ঙ্কর  ছবি তুলে ধরা  হয়েছে।কিন্তু দেশের সংসদ ,বিধায়ক  আইন প্রণেতারা   বিস্ময়কর ভাবে চুপ।সংসদ  বিধায়ক কেনা বেচা করে  মসনদ দখলের খেলা নিয়ে মত্ত, দুয়ারে ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। ইটালি  জ্বলছে  এদিকে রাজস্থানের মরু শহর যোধ পুর ভাসছে।পরিবেশ প্রকৃতি  ভারসাম্য নষ্ট হয়ে গেছে। দেশের ভূগর্ভের জল শেষ হতে আর  বেশি দেরি নেই। বন  জঙ্গল ধ্বংস ,পাহাড় নদী ধ্বংস  ,আকাশ বিষ কার্বনে ঢাকা পড়ে গেছে। লক্ষ কোটি  প্লাস্টিক রাস্তা ঘাট নদ নদী সব   বিষাক্ত করছে কোনো নিয়ন্ত্রণ নেই। দেশের ,৮০ শতাংশ মানুষ আর্সেনিক বিষ যুক্ত জল পান করে। দেশে কেউ দেশপ্রেমিক নেই   ,দেশকে ভালবাসার মানুষ নেই।  সেই দেশের মানুষ কে দেশপ্রেম জাতীয়তা বোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ঘরে ঘরে তরঙ্গা উত্তলনের ব্যাপক কর্মসূচী  শুরু হয়েছে। কোটি কোটি টাকা খরচ করে রাস্তা ঘাট সব ঢেকে দেওয়া হয়েছে জাতীয় পতাকা দিয়ে। দেখতে ভালো লাগছে  ভারত স্বাধীন দেশের পতাকা  পত পত করে উড়ছে  । ১৫আগস্টের পর এই লক্ষ কোটি পতাকার কি গতি হবে?  নিয়ন্ত্রণ মুক্ত প্লাস্টিকের মত  নদী নর্দমা ফুটপাথ ডাস্টবিনে ঠাঁই হবে না তো? এর পর দেশের কল্যাণকামী সরকার যদি ঘরে ঘরে আর্সেনিক বিষ মুক্ত জল এই  কর্মসূচি গ্রহণ করে  এবং  দূষণ মুক্ত জলের ব্যবস্থা করে তবে দেশ বাঁচবে।  তা হওয়ার সম্ভবনা নেই কারণ দেশের অধিকাংশ মানুষ   চরিত্রহীন,দেশের প্রতি   দায়িত্ব পালন করে না। নিজের বাড়ির আবর্জনা টুকু বাইরে গিয়ে ডাস্ট বিনে ফেলে না।সব নর্দমা আর নদ নদীতে ফেলে। পাশের বাড়িতে আগুন লাগলে ছুটে যায় না। আজ  রাস অহংকার  ,আত্মকেন্দ্রিক মানসিকতা সংখ্যা গরিষ্ঠ কে গ্রাস করেছে। কার্বন বিষের মত সব দূষিত  আশা ভরসার  কোনো উজ্জ্বল ফোকাস নেই। ৭৫,বছরেও হল না আর কবে হবে? ফুলের   tob ছাড়া একটি গাছের চারাও রোপন করে কি?   বাড়ির অঙ্গনে একটু কি ফাঁকা এলাকা আছে কি ?যেখানে দিয়ে আকাশ দেখা যাবে রোদ বাতাস  ঢুকবে ? না আজও ভারতের  মানুষের জাতীয় চরিত্র গড়ে উঠেনি। দেশ প্রেম নেই। নীল মুক্ত সোনালী আকাশ  দেখতে ,আরো বহু দূর যেতে হবে ! বহু মাইল হাঁটতে হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.