তসলিমা নাসরিন কে প্রাণ নাশের হুমকি পাক জঙ্গির
অমল গুপ্ত:গুয়াহাটি,; বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন কে পাক জঙ্গিরা প্রাণ নাশের হুমকি দিয়েছে। বিদেশে বসবাসরত লেখিকা নিজেই টুইট করে এই কথা জানিয়েছেন ।তিনি ক্ষোভের সুরে বলেন জে কে রাওলিং , সলমন রুশদির উপর আক্রমণ হলে বাঙালি লেখক লেখিকারা প্রতিবাদে সরব হন ।তার বেলা চুপ।কারণ হিসেবে তার ব্যাখ্যা মাতৃ ভাষা বাংলায় লেখা লিখি করি বলেই হয়ত চুপ।তারা হীনমন্যতায় ভোগেন। বলেন পশ্চিম বঙ্গে তিনি থাকতে চেয়েছিলেন কিন্তু জোর করে তাকে বার করে দেওয়া হয়। তার এই প্রাণনাশের হুমকিতে উদ্বেগ প্রকাশ করেন কবি জয় গোস্বামী, শীর্ষেন্দু মুখ্যাপাধ্যায় প্রমুখ । তসলিমা বলেন হাজার হুমকি এলেও তিনি ভয় পান না তাকে কাজের জন্য ঘরের বাইরে যেতেই হবে। বলেন পাক জঙ্গিরা প্রাণের হুমকি দিয়েই যাচ্ছে। দিল্লি তাকে থাকতে দিল না।এই বাংলায় তিনি থাকতে চেয়েছিলেন। জোর করে তাড়িয়ে দিল। বলেন ভয় পেয়ে বসে থাকার পাত্র নন তিনি। তাঁর মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। কিছুদিন আগে তিনি তার বাংলাদেশের বাড়ির ছবি পোষ্ট করে দিয়ে লিখেছিলেন "সুইট হোম"। বাংলাদেশ এ নিজের মাতৃ ভূমিতে যাওয়ার আকুতি প্রকাশ পেয়েছে। বাংলার জনপ্ৰিয় লেখিকা তসলিমা নাসরিন বাংলার সংবাদ পত্রে বরাবর লিখে যাচ্ছেন। নারীর প্রতি অত্যাচার নিয়ে বরাবর তিনি সরব। পুরুষ তান্ত্রিক সমাজে নানা ত্রুটি বিচ্যুতি নিয়ে তিনি কলম ধরেছেন।
কোন মন্তব্য নেই