Header Ads

পশ্চিমবঙ্গের মানুষকে পুজোর রঙ্গিন মোড়কে মুড়ে দুর্নীতিকে ভোলাতে চাইছে

নয়া ঠাহর, কলকাতা:আগামী দুর্গা পুজোতে সরকার ১০দিন সরকারি ছুটি মঞ্জুর করেছে। ১ সেপ্টেম্বর  কলকাতায় বড় করে কার্নিভাল  হবে ।ইউনেস্কোর প্রতিনিধি দের উপস্থিতিতে এই কার্নিভাল।ইউনেস্কো বাংলার  দুর্গাপুজোকে হেরিটেজ হিসাবে   স্বীকৃতি দিয়েছে। তাই এবার বড় করে পুজো হলেও ইডির নজরে পুজো হবে। কোটি কোটি টাকার মণ্ডপ  তৈরি হয়।টাকাটা  কোথা থেকে  আসে  কয়লা  গরু পাচারের টাকা নয় তো?এমন প্রশ্ন উঠতে শুরু হয়েছে। এবার প্রতি জেলাতেও কার্নিভাল করা হবে। প্রতি পুজো কমিটি কে এবার,৬০,হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।এবার১০,হাজার টাকা  বেশি দেওয়া হবে।বিদ্যুত খরচ ও ৬০শতাংশ  ছাড় দেওয়া হবে। ৩০সেপ্টেম্বর থেকে ১o  aktibar  পর্যন্ত সরকারি ছুটি।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলাতে ১সেপ্টেম্বর থেকেই পুজো শুরু। এদিকে তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের  গরু পাচার  সহ অন্যান্য কাল ব্যবসার কোটি কোটি টাকার দূর্নীতি বেড়েই   যাচ্ছে।এই ব্যবসার  সঙ্গে কলকাতার  দুই বড় টেলিভসন  চ্যানেলের নাম  জড়িয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.