Header Ads

"ঘরে ঘরে তেরঙা 'প্রধান মন্ত্রীর এই আহ্বানে সাড়া দেবার আর্জি জানালেন সর্বানন্দ সনওয়াল

নয়া ঠাহর,গুয়াহাটি:অসমের  প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনওয়াল আজ খানাপাড়াতে  আজাদী কা  অমৃত  মহোৎসব উপলক্ষ্যে আয়োজিত  সভায়  প্রধানমন্ত্রীর ঘরে ঘরে  তে রঙা কর্মসূচি সফল  করার আহ্বান জানান। জাতীয় পতাকার মূল্যায়ন করে বলেন  ,এই পতাকা স্বাভিমানের  ,দেশের আত্ম মর্য্যাদার প্রতীক ,এই  পতাকার জন্যে  দেশের হাজার হাজার লাখ লাখ মানুষ প্রাণ আহুতি দিয়েছেন,তার পর  স্বাধীনতা এসেছে। নতুন প্রজন্মের কোনো  ধারণা নেই তাদের পতাকার  গুরুত্ব বোঝাতে হবে সচেতন করতে হবে।   কেন্দ্রের  জাহাজ  জলপথ, বন্দর উন্নয়ন মন্ত্রী  সর্বানন্দ  সোনোয়াল বলেন ২০৪৭হবে স্বাধীনতার অমৃত কাল১০০বছর পুরান হবে। ভারত সফলতার শীর্ষে পৌঁছবে  তা সফল  করার লক্ষ্যে আমাদের  দায় বর্ধতা আছে তা ভুলে গেলে চলবে না।  তিনি বলেন জাতীয় পতাকা  দেশের সার্বভৌম   ,দেশপ্রেম   ঐক্যের  প্রতীক সেই তে রঙা পতাকা ঘরে ঘরে উত্তলন করে  প্রধানমন্ত্রীর স্বপ্ন কে সফল করতে হবে। সর্বানন্দ জাতীয় পতাকা নিয়ে  শোভা যাত্রা তেও অংশ গ্রহন করেন।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.