Header Ads

বাংলাদেশে মহালয়ার আগেই মা দুর্গা ভাঙা শুরু

নয়া ঠাহর, কলকাতা: ইউনেস্কো র   বাংলার  দুর্গোৎসব কে আবহমানের  ঐতিহ্য বা হেরিটেজ হিসাবে স্বীকৃতি দেওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  ১সেপ্টেম্বর   থেকেই পুজোর ঢাক বাজাতে শুরু করবেন। ঐ দিন কার্নিভাল হবে।সরকারি ছুটিও সে দিন থেকে।  আর  বঙ্গবন্ধু র দেশে  মমতার বন্ধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে  গত বছরের মত  এবারেও  দুর্গা প্রতিমাকে অপমান করা ভাঙার সূচনা হল  মহালয়ার আগেই। মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপ জেলার  ভাদিরাখলা  গ্রামে দুর্গা প্রতিমা ভাঙা শুরু হয়েছে বলে  অধ্যাপক আশ্রাফুল  জানিয়েছেন। ফেসবুক  সূত্রে জানা গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.