অসম থেকে ব্রহ্মপুত্র নদে কলার ভেলায় ভাসিয়ে বাংলাদেশে গরু পাচার চলছে
নয়া ঠাহর,গুয়াহাটি:অসম বাংলাদেশ সীমান্তের ধুবরী থেকে ব্রহ্মপুত্র নদে কলার ভেলায় গরু পাচার চলছে বাংলাদেশে। তা বন্ধ করতে পারছে না সরকারি প্রসাশন। একাংশ পুলিশ ,রাজনীতিবিদ, দালাল চক্র এমন কি সংবাদ মাধ্যম, ছাত্র সংগঠন, উগ্রপন্থী কেউ বাদ নেই সবার কাছে গরু পাচারের টাকা পৌছিয়ে যায় বলে নানা অভিযোগ আছেই। বঙ্গের অনুব্রত মণ্ডল একা নন।এই রাজ্যে বহু অনুব্রত মণ্ডল খুঁজলে পাওয়া যাবে।
কোন মন্তব্য নেই