Header Ads

বাংলাদেশে হিন্দুদের স্বাভাবিক জীবন যাপনে নানা বাধা আসছে

অমল গুপ্ত, গুয়াহাটি: বাংলাদেশ কে  স্বাধীন করতে  অসম  ,বাংলা ,ত্রিপুরার মানুষ  পূর্ব বাংলা থেকে বিতাড়িত  লাখ লাখ মানুষ কে  এখানে  নিরাপত্তা  দিয়ে   থাকা খাওয়ার  ব্যবস্থা করে দিয়েছিল ,প্রচুর আত্মত্যাগ করেছিল ।বাংলা দেশ  ভারতের আনুকূল্য  পেয়ে স্বাধীন হল আজ  বাংলাদেশে  বাঙালি হিন্দুদের   নিরাপত্তা নেই ,,তাদের ওপর অত্যাচার করা  হচ্ছে।  বাংলাদেশের  বিশিষ্ট  সাংবাদিক, সাহিত্যিক মানিক মজুমদার  আজ গুয়াহাটির  "মজলিস  সংলাপ " সাহিত্য  পত্রিকার  এক   বাসরে এই    কথা বলেন।   পাবনা থেকে প্রকাশিত প্রাচীন শিল্প সাহিত্য পত্রিকার সম্পাদক মানিক মজুমদার  আরো বলেন বাংলাদেশে রবীন্দ্র নাথ নজরুল কেও ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে।  গুয়াহাটির আকাশে  মেঘের আনাগোনা হলেও বৃষ্টি নেই ,৩৩ডিগ্রি সেলসিয়াস গরমে    বাতাস  ছিল না  বইঘর,মজলিস  সংলাপের ,সঞ্জয়,  সোনালী,  বিদ্যুত ,তুষারদের সাহিত্য বাসরে   কবিতা গানের  ঠান্ডা  আভাস ছিল। আজকের    বাংলাদেশের কবি সাহিত্যিক  মানিক মজুমদারের  বক্তব্য র সুর বেঁধে দিয়েছিলেন   সঞ্জয় গুপ্ত , তাঁর আক্ষেপ বাঙালি হিন্দুদের   স্থান নেই এই উপ মহাদেশে। তিক্ত অভিজ্ঞতার  কথা জানালেন ।  মীনাক্ষী  চক্রবর্তী বললেন আমরা সবাই নিজেকে উদ্বাস্তু  ভাবলে সব সমস্যা মিটে যায়। আজকের সাহিত্য   সন্ধ্যায়  উপস্থিত ছিলেন দেবলীনা সেনগুপ্ত, মীনাক্ষী চক্রবর্ত্তী, পারমিতা নাগ দে, সজল পাল অমল গুপ্ত, বিদ্যুত চক্রবর্তী তুষার  কান্তি  সাহা , সোনালী গুপ্ত প্রমুখ।    (  সাংবাদিক মজুমদার তাঁর খোলা  চোখ  পত্রিকা উনমোচন করেন )

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.