লামডিঙের গরিব কন্যা প্রেরণা দাসের হত্যাকাণ্ড নিয়ে আজও রহস্য লুকিয়ে আছে
নয়া ঠাহর,গুয়াহাটি :মধ্য অসমের রেল শহর লামডিং আজ আর সংস্কৃতি মনস্ক শহর নয়। হাজার হাজার বেকার , আর অপরাধের শহর ,জল হীন শহরে অনায়াসে মদ পাওয়া যায়। মদ থেকে অপরাধের জন্ম হয়। । এসপি বরুণ পুরকায়স্থ কথা দিয়েছেন মদের বিরুদ্ধে অভিযান চালানো হবে
লামডিং থানা বলছে গ্রামের মানুষ মদ খেলে পুলিশ কি করবে? ,গরিব ছাত্রী টিকে গণধর্ষণ করে উলংগ করে হত্যা করা হয়। কিন্তু দাবি করা হচ্ছিল ধর্ষণ করা হয় নি।তবে উলংগ অবস্থায় মৃতদেহ পাওয়া গেল কেন।? বিহার ,উত্তরপ্রদেশের কায়দায় প্রকৃত দোষীকে আড়াল করার জন্যে থানার খাতায় কলমে নাম আছে এমন দাগি অপরাধীকে ম্যানেজ করে তিনজন কে জেল হেফাজতে পাঠানো হল কয়েকদিন বাদেই ছেড়ে দেওয়া হবে ? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ধৃত মিঠুন পাল সহ আরো দুজন তাদের মধ্যে একজন একজনের আত্মীয় । মিঠুন পাল আবার বিজেপির সক্রিয় কর্মী, বিচার চাই বলে মজদুর ইউনিয়নের মিছিলেও তাকে দেখা গেছে বলে খবর। লামডিঙের কোনো ঘটনার বিচার হয়না।অথচ তিন দিনের মধ্যে অপরাধী ধরা পড়ে গেল? লামডিং এর পুলিশ কি এত সক্রিয় এতই সৎ সঙ্গে সঙ্গে দোষী ধরা পড়লো ? তার আগেই বিজেপি র সমর্থক রা শোক সমবেদনা জানাতে গরিব কৃষক পরিবারে পৌছিয়ে গেল, ? মা বাজারে শাকসবজি বিক্রি করে তার মেয়ের জন্যে এতই দরদ! সে কি কোনো ক্ষতি পূরণ পাবে। প্রতিবাদ করতে গেলে পুলিশ লাঠি নিয়ে তেড়ে আসে? এব্যাপারে আজ আবার চারটে নাগাদ পুলিশ সুপার বরুণ পুরকায়স্থ কে ফোন করলে জানানো হয় তিনি ব্যস্ত। রাজ্যের পুলিশ প্রধান ভাস্কর জ্যোতি মহন্ত র দৃষ্টি আকর্ষণ করে তাঁর হস্তক্ষেপ দাবি করছি।লামডিং এর এই নারকীয় ঘটনার সঙ্গে কে কে জড়িয়ে আছে? ডামি সাজিয়ে প্রকৃত দোষীকে আড়াল করার বিহার উত্তরপ্রেদেশ মহারাষ্ট্র র মত ঘটনা নয় কি? ঠিক মত তদন্ত করুন কেঁচো খুঁড় তে সাপ বেরিয়ে পড়বে।আর মদের বিরুদ্ধে অভিযান চালান। মদ খেয়ে যুব প্রজন্ম ধ্বংসের পথে। আপনি পারবেন । মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যে মাদকের বিরুদ্ধে কড়া অভিযান চালিয়ে অনেক সফল হয়েছেন।লামডিং শহরে ব্যাপক গাঁজা, ড্রাগস মদ চলছে। আপনি ব্যবস্থা নিন। নতুবা অপরাধ বন্ধ করতে পারবেন না। লামডিং থানার অতীতের আর আজকের ভূমিকা যাচাই করুন। রাজ্যের ডিজিপি মহন্ত এবং মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি গরিব মেয়েটি যেন বিচার পাই। দোষীদের শাস্তি হয়। এই মুখ্যমন্ত্রী একদিন বলেছিলেন ,"লামডিং শহর বাঙালি দের এক সাজানো গোলাপ বাগান।" সেই বাগানে এত কাঁটা ?
কোন মন্তব্য নেই