Header Ads

অসমে ২০২২ -এর সাংবাদিক পেনশন প্রাপ্তদের নাম

নয়া ঠাহর ,গুয়াহাটি: বরাক উপত্যকা নিয়ে দিসপুরের আগ্রহ  কম, তা আবার প্রমাণিত হল যে সাংবাদিক মারা গেছেন তার নামেও পেনশন ঘোষণা করলেন অসম সরকার । রাজ্য সরকার গতকাল ২০জনের নাম ঘোষণা করেছেন তার মধ্যে  সাংবাদিক মদন মোহন  অধিকারীর নাম  আছে,সিলচরের এই সাংবাদিক মারা গেছেন বলে সংবাদপত্রে প্রকাশ পেয়েছে।   তথ্য ও জনসংযোগ  বিভাগের মাধ্যমে শনিবার প্রকাশিত  তালিকা অনুযায়ী কামরূপ মেট্রো জেলার উৎপল বরদলৈ , পদ্ম সিং,  গৌরেন্দু  চক্রবর্তী,  রামলাল সিনহা ,বিনয় কুমার  শর্মা, ললিত চন্দ্র কলিতা,  রতনেশ  কুমার, জয়ন্ত কুমার দাস, দরং এর প্রদীপ ঘোষ, ধুবরীর  মুসলিম উদ্দিন আহমেদ, করিমগঞ্জ এর  মাহতাবুর রহমান,জোরহাটের রাতুল বরা, উদালগুড়ির ইমরান হোসেন, চারাইদেও র বাচা বরা,কার্বিআঙলঙ এর মনি শঙ্কর পুরকায়স্থ,  কাছরের  মদন মোহন অধিকারী  যিনি সিলচরের বাসিন্দা মারা গেছেন। গোলাঘাটের ঈশ্বর প্রসাদ তামূলী, নলবাড়ির কুমুদ চন্দ্র   ডেকা  পেনশন প্রাপক। ২০১৭সাল থেকে  প্রতি বছর ২০জন করে সাংবাদিকদের  অভিজ্ঞতার ভিত্তিতে  ৮ হাজার টাকা করে পেনশন দেওয়া হচ্ছে। এপর্যন্ত ১২০জন এই পেনশন পেলেন।  সরকার সাংবাদিকদের পেনশন ১০হাজার টাকা করার প্রস্তাব ক্যাবিনেট  কমিটি তে পাশ করিয়েছিল।।এক মন্ত্রী আনুষ্ঠানিক ভা ঘোষণাও করেন।  তা আজও বাস্তবায়িত হয় নি।  ২০১৭সালে প্রথম  এই পেনশন প্রাপকদের মধ্যে   বাংলা পোর্টাল "নয়া ঠাহর" -এর  সম্পাদক  অমল গুপ্ত ও ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.