তেরঙা ঝান্ডার জন্মলগ্ন থেকে সংঘ পরিবার জড়িয়ে আছে দাবি মোহন ভাগবতের
নয়া ঠাহর,গুয়াহাটি: ভারতের জাতীয় পতাকার সঙ্গে আর এস এস পরিবারের সংঘাত আছে। তাদের পতাকা পৃথক আলাদা করে স্বাধীনতা দিবস পালন করে এই সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন আর এস এস প্রধান মোহন ভাগবত। তিনি এক ভিডিও বার্তায় বলেন তে রঙা ঝান্ডার সময় থেকে সংঘ পরিবার জড়িয়ে আছে। তখন পতাকার প্রতীক ছিল চরকা।১৯৩০সালে কংগ্রেসের এক অনুষ্ঠানে ৮০ফুট স্তম্ভ র এক ঝান্ডা উত্তলন করা হয়।সেই কমিটির সভাপতি ছিলেন জহরলাল নেহরু সেই ঝান্ডা দড়ি তে ফেঁসে যায় কৃষ্ণ সিং রাজপুত নামে এক তরুণ সেই পতাকা স্তম্ভে চড়ে ফাঁস ছাড়িয়ে নেমে আসেন। নেহরু তার পিঠ চাপড়ে বলেন বিকালে দলের সভাতে আসবে পুরস্কার প্রদান করা হবে।কয়েকজন মানুষ বলেন সংঘ পরিবারের ওকে বাদ দিন, যেতে দিন শাখাতে।কোনো গুরুত্ত দেওয়া হয় নি। প্রধান কে বি হেড গেওয়ার তা পরে জানতে পেরে ছোট্ট এক পুরস্কার নিয়ে তরুনটির বাড়ি খুঁজে যান। এই কথা বলে মোহন ভাগবত বলেন কংগ্রেস পূর্ন স্বাধীনতা র দাবিতে প্রস্তাব গ্রহণ করে আর এস এস কংগ্রেস দলের এই প্রস্তাব কে সমর্থন করে।
কোন মন্তব্য নেই