Header Ads

যুব কংগ্রেস দলের বর্ধিত সভা নওগাঁ তে

নগাঁওতে জেলা যুব কংগ্রেসের বর্ধিত কার্যনির্বাহক  সভা।
সুনীল রায় নগাঁও২৬আগষ্ট :- নগাঁও জেলা যুব কংগ্রেসের বর্ধিত কার্য নির্বাহক সভা আজ নগাঁও জেলা কংগ্রেসের রাজীব ভবনে অনুষ্ঠিত হয়।এই বর্ধিত কার্যনির্বাহক সভাটিতে উপস্থিত থাকে  জেষ্ট কংগ্রেস নেতা রকিবুল হুছেইন, সর্বভারতীয়  যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক মিলিন গৌতম, অসম প্রদেশ যুব কংগ্রেসের সভানেত্রী অংকিত দত্ত, বিধায়িকা শিবামণি বরাকে ধরে কয়েকজন কংগ্রেস নেতা।আগুন্তক লোকসভা নির্বাচন সম্পর্কে এই কার্যনির্বাহকে আলোচনা করা হয়। সাংবাদিকদের সামনে যুব কংগ্রেসের সভানেত্রী অংকিতা দত্তে বিজেপি বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় এবং রাজ্য সরকার কে কঠোর সমালোচনা করে বলেন যে দুটি সরকারে পুঁজিপতির স্বার্থে কাজ করে আসছে। বিজেপি সরকারের নীতির বিরুদ্ধে এ ভি বি পির মত ছাত্র সংগঠনে আন্দোলন করতে লাগা হয়েছে বলে দত্তে কটাক্ষ করে। বলেন যে বিজেপি সরকারের কার্যকালে নিত্যব্যবহার্য সামগ্ৰীর  আকাশলংঘী্ মূল্যবৃদ্ধির সজাগতার জন্য নিখিল ভারত কংগ্ৰেস কমিটিয়ে গ্ৰহন করা কার্যসৃচীর রূপাযন‌করা হয়। বিজেপি নেতৃত্বাধীন  কেন্দ্র তথা রাজ্য সরকারে গত ৮বছরের কার্যকালে অত্যাবশকীয় সামগ্ৰীর অত্যাধিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সরকারের নীতির সমালোচনা করে এবং সাধারণ জনগনের বর্তমান পরিস্থিতির বুজনেয়  নেতা কযজনে

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.