নওগাঁ তে বন্যা ত্রাণ সাহার্য্য অতুল বরার
আসামের দীর্ঘ দিনের সমস্যা সমাধানের পদক্ষেপ গ্রহণ করেছে সরকারে।
নগাঁওতে বান সাহায্য বিতরন অনুষ্ঠানে মন্ত্রী অতুল বরা ।
সুনীল রায় নগাঁও ২০ আগষ্ট :-নগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে নগাঁও জেলা পুথিভরাল প্রেক্ষাগৃহে বন্যায় ক্ষতিগ্রস্ত সকলকে আর্থিক সাহার্য প্রদান এবং অরুনোদয় মাসের এক অভিলাসী আঁচনির শুভারম্ভ করা হয়।এই অনুষ্ঠানে মূখ্য অতিথি হিসেবে অংশ গ্ৰহন করে আসামের কৃষি মন্ত্রী অতুল বরাই বলেন যে - মূখ্যমন্ত্রী ড: হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে মিত্রজোটের সরকারে আসামের দীর্ঘদিনের সমস্যা সমূহ সমাধানের পদক্ষেপ গ্রহণ করেছে।রাজ্যটিকে সকলো দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সরকারে বিভিন্ন পরিকল্পনা গ্ৰহন করাই না, বাস্তব রূপায়নের পদক্ষেপ গ্রহণ করেছে।নগাঁও জেলার রহা, কামপুর এবং নগাঁও সদররাজস্ব চক্রে হ ওয়া প্রলয়ংকারী বন্যার কথা উল্লেখ করে মন্ত্রী জনে বলেন যে জলবায়ু ব্যাপক পরিবর্তন হয়েছে।যার জন্য আসামের জনগনে প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে লাগা হয়েছে।আগে বন্যানা হ ওয়া জয়গাতে এইবার বন্যা হয়েছে। আমার সরকারে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য যুদ্ধকালীন তৎপরতাতে করতে সক্ষম হয়েছে। এইবার বন্যায় নগাঁও জেলার বিভিন্ন স্থানে বহু লোকের ঘর বাড়ী নষ্ট হ ওয়ার সাথে কৃষি জমি এবং রাস্তা ঘাটের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। তাছাড়া কয়েকজন লোকের মৃত্যু হয়েছে।বন্যায় আক্রান্ত লোক দের সকাহ দেওয়ার জন্য সরকারে পদক্ষেপ গ্ৰহন করেছে।আজ গুয়াহাটিতেএই অচনি মূখ্যমন্ত্রী ড:হিমন্তবিশ্ব শর্মায় শুভারম্ভ করে এবং নগাঁওতে এই আচনির হিতাধিকারী সকলের মধ্যে বান সাহায্য প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রাক্তন কেন্দ্রীয় রেল রাজ্য মন্ত্রী রাজেন গোহাঁই, নগাঁওয়ের জেলা শাসক নরেন্দ্র কুমার শ্বাহ , জেলা উন্নয়ন আয়ুক্ত উদয়াদিত্য গগৈকে ধরে জেলা প্রশাসনের বিষয়া কর্মচারী সকল উপস্থিত থাকে। অনুষ্ঠানে প্রলয়ংকরীবন্যায় সম্পূর্ণ ভাবে ক্ষতিগ্ৰস্ত ৫টি পরিয়ালের লোকদের ৯৫হাজার ১০০ টাকা করে চেক বিতরণ করে।মন্ত্রী জনে অরুনোদয় মাসের আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করে বলেন যে আজ হতে২০ সেপ্টেম্বর ৎপ্রর্য্যন্ত অরুনোদয়ের পরীক্ষন চলবে।হিতাধিকারী সকলকে মুক্ত এবং ন্যায্য চিনাক্তকরন নিশ্চিত করার উপরে মন্ত্রীজনে গুরুত্ব আরোপ করে।
কোন মন্তব্য নেই