আজাদী কা অমৃত মহোৎসবে তেরঙা বিতরণ
আজাদীকা অমৃত মহোৎসবের উপলক্ষে হিতাধীকারীদের মধ্যে ত্রিরংগা পতাকা বিতরন।
সুনীল রায় নগাঁও ৮আগষ্ট :- আজ নগাঁও শহরের হয়বরগাঁও অঞ্জলে ২ নং ওযার্ডে ৫টি সুলভ মূল্যের দোকানীদার দের হিতাধীকারী দের মধ্যে ত্রিরংগা পতাকা বিতরন করে।এই উপলক্ষে অনুষ্ঠিত সভাতে ২নং ওযার্ডে প্রাক্তন পৌর কমিশনার অনুপ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভাতে জেষ্ট পরিদর্শক ডলি বরায় ভাষন প্রসঙ্গে বলেন যে বর্তমান রাজ্য সরকারে আজাদীকে অমৃত মহোৎসব জন্য ঘরে ঘরে তিরংগা পতাকা লাগানোর সাথে আজাদীকে অমৃত মহোৎসব পালন করা জন্য আহ্বান জানান।এই সভাতে হিতাধিকারীদের উদ্দেশ্য করে বলেন যে বর্তমান কিছু দিন ধরে তারা সুলভ মূল্যের দোকান হতে কেরোসিন তেল উত্তোলন না করার কারন জানতে চাওয়াতে হিতাধিকারীরা বলেন যে বর্তমান সরকারে কেরোসিন তেলে দাম অত্যাধিক বৃদ্ধি হ ওয়াতে তেল উঠানো সম্ভব হচ্ছেনা।সভাতে প্রত্যেকজন কে বলেন যে সুলভ মূল্যের দোকান হতে এক একটি ত্রিরংগা পতাকা বাবদ ১৮ টাকা দিয়ে ক্রয় করে প্রত্যেকের বাড়ীতে ১৩আগষ্ট হতে ১৫আগষ্ট প্রর্য্যন্ত পালন করার জন্য আহ্বান জানান।এই সভাতে প্রাক্তনপৌর কমিশনার অনুপ কুমার সাহা এবং পরিদর্শক রহিমা খাতুন ভাষন প্রদান করেন।
কোন মন্তব্য নেই