Header Ads

নগাঁও তে আমসুর ২ঘন্টা অবস্থান ধর্মঘট

নগাঁওতে আমসুর ২ঘন্টীয়া অবস্থান ধর্মঘট।
সুনীল রায় নগাঁও ২৩আগষ্ট :-সদৌ অসম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন সংক্ষিপ্তে(আমসুর)নগাঁও জেলা সমিতিয়ে আজ তাদের   বিভিন্ন দাবীর সমর্থনে নগাঁও জেলা শাসকের কার্য্যালয়ের সম্মূখে দুঘন্টীয়া অবস্থান ধর্মঘট কার্যসূচী রূপায়ন করে।আমসুর দুই শতাধিক নেতা কর্মীয়ে প্রতিবাদী কার্যসূচীতে অংশ গ্ৰহন করে আসাম সরকার হায় হায়, আসাম সরকার হুসিযার, আসামের শিক্ষা বিভাগ হায় হায়, এইধরনের বিভিন্ন সরকার বিরোধী শ্লোগানেরে পরিবেশ উত্তাল করে তুলে। প্রতিবাদ কারী সকলে ছাত্র ছাত্রী অনুপাতে শিক্ষক নিযুক্তি প্রদান করা, আকাশলংঘী মূল্য বৃদ্ধি রোধ করা, ভূমিহীন লোকদের ভূমি পাট্টা প্রদান করা, জনসংখ্যা অনুপাতে সরকারী চাকরী প্রদান করা, বহি:রাজ্যে নিয়োজিত আসামের শ্রমিক সকলের নিরাপত্তা সুনিশ্চিত করা এইধরনের বিভিন্ন দাবী উত্থাপন করে। প্রতিবাদের শেষে আমসুর নগাঁও জেলা সমিতিয়ে তাদের বিভিন্ন দাবী নিয়ে একটি স্মারকপত্র নগাঁও জেলা শাসকের মাধ্যমে রাজ্যের মূখ্যমন্ত্রীকে প্রেরন‌ করে।আজ প্রতিবাদী কার্যসূচীতে আমসুর কেন্দ্রীয় উপ সভাপতি মোছারফ হুসেইন কবির , সহকারী সাধারণ সম্পাদক দ্বয় অহিদুর‌ রহমান, আমসুর নগাঁও জেলা সমিতির সভাপতি আব্দুল নুর, বহু  কয়েকজন আমসুর নেতা উপস্থিত থাকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.